বিয়ে-বিচ্ছেদ রেজিস্ট্রেশন কেন ডিজিটাল নয়, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এ রুল জারি করেন।
প্রতারণার হাত থেকে বাঁচতে নাসিরের স্ত্রী তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটাল করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে আদালত এ রুল জারি করেন।
গত ৪ মার্চ ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান এবং তিন ব্যক্তি ও ‘এইড ফর মেন’ নামে একটি সংগঠন এ রিট দায়ের করে। রিটে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
ইউএইচ/
Leave a reply