জন্মদিনে মিরপুরে অনুশীলনে নেমে পড়লেন সাকিব আল হাসান। ২২ তারিখ রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই আজ অনুশীলন শুরু করলেন সাকিব।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে মিরপুরের অ্যাকাডেমি মাঠে আসেন সাকিব। প্রথমেই নেমে পড়েন ব্যাটিং অনুশীলনে। মূলত আইপিএলের প্রস্তুতি হিসেবে মাঠের অনুশীলন শুরু করলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
স্বল্পকালীন অনুশীলন ক্যাম্প করতে পারেন বিকেএসপিতে, এমন গুঞ্জনও আছে। আইপিএলে তিনি খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তবে বোর্ড কর্মকর্তাদের নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করায় ভেস্তে যেতে পারে তার আইপিএল খেলা। সেসময় বাংলাদেশ দুই টেস্ট খেলতে সফর করবে শ্রীলঙ্কা।
ইউএইচ/
Leave a reply