মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ৩২ জনের। আহত ১৬৫ জন। শুক্রবার রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে হয় হতাহতের ঘটনা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।
কর্তৃপক্ষ জানায়, সামনে থাকা ট্রেনটি থামার জন্য জরুরি সিগন্যাল দেয় কেউ। এ সময় একই দিকে যাত্রা করা আরেকটি ট্রেন এসে প্রথমটিকে ধাক্কা দেয় পেছন থেকে। এ সময় লাইনচ্যুত হয় দু’টি ট্রেনই। ঘটনাস্থলেই মারা যান অনেকে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়ীরা উপযুক্ত শাস্তি পাবে বলেও জানান।
এদিকে মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী মোস্তফা ম্যাডবুলি। হতাহত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দেন তিনি।
Leave a reply