মন্দির পরিদর্শনে সাতক্ষীরার পথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

|

মন্দির পরিদর্শনে সাতক্ষীরার পথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মন্দির পরিদর্শনে সাতক্ষীরার শ্যামনগরের পথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল সাড়ে নয়টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রওয়ানা দিয়েছেন তিনি।

শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে প্রার্থনা করবেন নরেন্দ্র মোদি। সেইসাথে মতবিনিময় করবেন মতুয়া হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে।

সাতক্ষীরা সফর শেষে তিনি যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করবেন নরেন্দ্র মোদি। মন্দির পরিদর্শন শেষে মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর।

এরপর হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন। সন্ধ্যায় দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে। বৈঠক শেষে রাতেই ভারত ফিরবেন নরেন্দ্র মোদি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply