যুক্তরাজ্যের পর এবার উইঘুর ইস্যুতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে যুক্তরাষ্ট্র ও কানাডার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় এ তথ্য।
জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত সপ্তাহেই দেশটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইইউ। তারই প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নিলো চীন।
নিষেধাজ্ঞার আওতায় আছেন যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, কানাডার এক এমপি ও মানবাধিকার বিষয়ক কর্মকর্তা। চীন, হংকং ও ম্যাকাওতে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে কালোতালিকাভুক্তদের। চীনের কোনো নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারবে না।
এর আগে শুক্রবার একই অভিযোগে যুক্তরাজ্যের ৫ এমপি’সহ ৯ জনের ওপর নিষেধাজ্ঞা দেয় চীন।
Leave a reply