‘২০টি দরিদ্র দেশ একটি ডোজ টিকাও যোগার করতে পারেনি’

|

‘২০টি দরিদ্র দেশ একটি ডোজ টিকাও যোগার করতে পারেনি’

বিশ্বের ২০টি দরিদ্র দেশ এখনও করোনাভাইরাসের টিকার একটি ডোজও যোগার করতে পারেনি। ভ্যাকসিনের বণ্টনে ধনী-দরিদ্র দেশের মধ্যে ভয়াবহ বৈষম্যের অভিযোগ তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার সংস্থাটির মহাপরিচালক, জরুরি ভিত্তিতে ১ কোটি ডোজ টিকা অনুদান দেয়ার জন্য ধনী দেশগুলোর প্রতি আহবান জানান। এ বছর প্রথম ১০০ দিনের মধ্যেই, বিশ্বের সব দেশে করোনার টিকা পৌছে দেয়ার পরিকল্পনা ছিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র জোট কোভ্যাক্সের।

তেদ্রোস আধানম জানান, সবমিলিয়ে টিকাদান শুরু হয়েছে ১৭৭ দেশে। জোটের আওতায় ৬১ দেশে পাঠানো হয়েছে ৩ কোটি ২০ লাখ ডোজ ভ্যাকসিন। এখন পর্যন্ত ৩৬ দেশের মানুষ কোনো টিকা পাননি। তবে, ১৬ দেশে ১০ এপ্রিলের মধ্যেই টিকা পৌছে যাবে। বাকি ২০ দেশ এখনও অনিশ্চয়তায়। অথচ দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত টিকা মজুদ করেছে অনেক দেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply