প্রতি বছরের ধারাবাহিকতায় বিশ্বজুড়ে এবারও পালিত হলো ‘আর্থ আওয়ার’। শনিবার ১৮০টির বেশি দেশ এ সচেতনতামূলক কর্মসূচি পালন করে।
জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট দুর্যোগ নিয়ে সতর্কতা তৈরিতে এ পদক্ষেপ। প্রতিটি দেশে স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত লাইট বন্ধ রেখে পালন করা হয় এ কর্মসূচি।
ভৌগোলিক কারণে সবার আগে আর্থ আওয়ার পালন করে অস্ট্রেলিয়া। মস্কোর রেড স্কয়ার, আইফেল টাওয়ার এবং জার্মানির ব্রান্ডেনবার্গ গেটসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায় বন্ধ রাখা হয় বিদ্যুৎ সংযোগ। এছাড়া গ্রিস, চীনের বেইজিং-সাংহাই-হংকংয়ে পালিত হয় আর্থ আওয়ার। সিঙ্গাপুরের অনেক শহরেও এক ঘণ্টার এ কর্মসূচি পালন করা হয়।
২০০৭ সাল থেকে ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার’ এর উদ্যোগে প্রতি বছর মার্চে পালিত হয় আর্থ আওয়ার।
ইউএইচ/
Leave a reply