হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যার হরতাল রাজধানীতে অনেকটা ঢিলেঢালাভাবে চলছে। রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা কম হলেও জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
হরতালের সমর্থনে কোথাও কোথাও বিক্ষোভ মিছিলের সাথে কিছুটা উত্তেজনাও দেখা গিয়েছে। তবে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কর্মসূচির সমর্থনে হেফাজতের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত রাস্তা অবরোধ করে। সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দেয় হরতাল সমর্থনকারীরা।
ব্রাহ্মণবাড়িয়ায় সকাল থেকে বিক্ষোভ মিছিল করেছে হেফাজত কর্মী সমর্থকরা। তারা পুড়িয়ে দিয়েছে জেলা প্রেসক্লাবসহ বেশকিছু স্থাপনা। আহত হয়েছে প্রেসক্লাব সভাপতিসহ কয়েকজন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় গতকালের সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হরতালকে কেন্দ্র করে সারা দেশেই আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
ইউএইচ/
Leave a reply