নবম বাংলাদেশ গেমসের পর্দা উঠছে বৃহস্পতিবার

|

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক পর্দা উঠছে আগামী বৃহস্পতিবার। প্রায় ১৩’শ পদকের লড়াইয়ে অংশ নেবে পাঁচ হাজারের অধিক অ্যাথলেট। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নানা শঙ্কা ও জটিলতা কাটিয়ে শেষমেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। দেশের আট বিভাগের ৯ ভেন্যুর পাশাপাশি প্রস্তুত গেমসের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

২৯ ডিসিপ্লিনে ৩৭৮ ইভেন্টে লড়বেন প্রায় সাড়ে পাঁচ হাজার অ্যাথলেট। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে এই আসর রাঙাতে থাকছে নানা চমক। গেমসের আমেজ সারা দেশে ছড়িয়ে দিতে ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে বিভিন্ন জেলা।

২০ কোটি টাকা বাজেটের এই আসরের সফল আয়োজনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা সংকট। তবে এই ক্রীড়াযজ্ঞে অ্যাথলেটদের সুরক্ষিত রাখতে সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে আয়োজক বিওএ।

বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে শুরু হবে গেমসের মশাল দৌড়। এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই মশাল থাকবে গলফার সিদ্দিকুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলার হাতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply