বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জলদস্যু আটক

|

পটুয়াখালী প্রতিনিধি:

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে পাঁচ জলদস্যুকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে দু’টি স্পিড বোর্ড যোগে সৈকত থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীর সমুদ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. জালাল, মো. রাসেল, মো. রুহুল আমীন, আ. কাদের এবং মো. তালেব আলী। এদের সকলের বাড়ি চট্টগ্রাম নোয়াখালী ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। তাদেরকে মহিপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডাকাতির প্রস্তুতির মামলায় এদের গ্রেফতার দেখানো বলে মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটার খাজুরা পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগরে কুয়াকাটার পূর্বসোনাতলা গ্রামের জেলে হারুন মিয়ার ট্রলার থেকে ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এই জলদস্যুরা। পরবর্তীতে ট্রলার মালিকের কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করে জলদস্যুরা। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ সকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply