মিয়ানমারের কারেন অঞ্চল থেকে পালিয়ে যাওয়া আশ্রয় প্রার্থীদের সীমান্ত থেকেই ফেরত পাঠাচ্ছে থাই সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। যদিও এমন অভিযোগ অস্বীকারে করেছে থাইল্যান্ড।
বার্মা ক্যাম্পেইন ইউকে এর প্রধান বলেন, প্রতিবেশী থাইল্যান্ডে পালিয়ে যাওয়াদের মধ্যে অন্তত ২ হাজার ৯ জনকে মিয়ানমারের ই থু হতা শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে স্থানীয়দের ধারণ করা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়।
থাইল্যান্ডের স্থানীয় গভর্নর জানান, দুই জেলার সীমান্ত এলাকায় আশ্রয় প্রার্থীদের জন্য নিরাপদ জায়গা রাখা হয়েছে। সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থান বিরোধীদের দমনে কারেন এলাকায় বিমান হামলা চালায়। এতে প্রাণ বাঁচাতে থাইল্যান্ডের জঙ্গলে আশ্রয় নেয় তিন হাজারের বেশি মানুষ।
ইউএইচ/
Leave a reply