১৯ এপ্রিলের মধ্যেই ৯০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে: বাইডেন

|

১৯ এপ্রিলের মধ্যেই ১৮ বছরের বেশি বয়সের ৯০ ভাগ মানুষকে আনা হবে ভ্যাকসিনের আওতায়। সোমবার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি বলছে, যে হারে সংক্রমণ বাড়ছে এতে ফের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্রকে।

সিডিসি’র পরিচালক বলেন, প্রতি সপ্তাহে ১০ শতাংশ করে বাড়ছে সংক্রমণের হার। একই সাথে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এবং মৃত্যু হার। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের স্বাস্থ্য খাত নিয়ে আরও কাজ করতে হবে। একই সাথে কাড়কড়ি আরোপের পাশাপাশি বাড়াতে হবে সচেতনতা।

সিডিসির পরিচালক ডা. রোচেল ওয়েলেনস্কি বলেন, গেলো সপ্তাহের তুলনায় বর্তমান পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দিনে ৬০ থেকে ৭০ হাজার শনাক্ত হচ্ছে। আগামী ২-১ সপ্তাহের মধ্যে আরও ভয়াবহ আকার ধারণ করবে এটি। যা নিয়ে খুবই আতঙ্ক কাজ করছে। কারণ এখনও আমরা ভ্রমণের বিষয়ে সতর্ক না।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply