‘যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় বাধা সৃষ্টি করছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট’

|

যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা আলোচনায় বাধা সৃষ্টি করছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। মঙ্গলবার এমন দোষারোপ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন কিম ইয়ো জং।

দেশটির রাজনীতিতে প্রভাবশালী এই নারীর বক্তব্য, ক্ষেপণাস্ত্র পরীক্ষার কর্মসূচিকে উদ্বেগজনক বলার অধিকার রাখে না প্রতিবেশীরা। কারণ এটি উত্তর কোরিয়ার সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্বের ইস্যু।

গেলো সপ্তাহেই একদিনের ব্যবধানে জাপান ও পীত সাগরে ৪টি ব্যালেস্টিক মিসাইল ছোড়ে পিয়ংইয়ং। মাঝারি পাল্লার এসব ক্ষেপণাস্ত্র অঞ্চলটির মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।

ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন সরকার এবং প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ প্রয়োগেই এ কৌশল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply