৫৫ বছরের কম বয়সীদের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার করোনা ভ্যাকসিন প্রদান স্থগিত করলো কানাডা। পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগের মধ্যে সোমবার এ সিদ্ধান্ত নিলো দেশটি।
অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলে রক্ত জমাট বাঁধে, এমন অভিযোগের কারণে ভ্যাকসিনটি বন্ধ রাখার সুপারিশ করে কানাডার ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন।
সংস্থাটি জানায়, ইউরোপে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর যাদের রক্ত জমাট বেধেছে, তাদের বেশিরভাগই ৫৫ বছরের কম বয়সী নারী। এ পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে মৃত্যুহার ৪০ শতাংশ পর্যন্ত।
গণমাধ্যম জানিয়েছে, কানাডায় এ টিকা নিয়ে কারো রক্ত জমাট বাধার ঘটনা ঘটেনি। এর আগে, পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে ইউরোপের অনেক দেশ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ বন্ধ রাখে। তবে নিরাপদ প্রমাণিত হওয়ায় আবার শুরু হয়েছে টিকাদান।
ইউএইচ/
Leave a reply