বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র ব্যক্তি হিসেবে বাংলা চ্যানেল (টেকনাফ থেকে সেন্টমার্টিন ১৬.১ কিলোমিটার জলপথ) ডাবল ক্রস করে (১৬.১+১৬.১= ৩২.২) রেকর্ড গড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং টিমের অধিনায়ক, সাবেক ডাকসু সদস্য, স্বনামধন্য সাঁতারু সাইফুল ইসলাম রাসেল।
ডাবল ক্রস সমাপ্ত করতে রাসেলকে টানা ১০ ঘণ্টা ২০ মিনিট সাঁতার কাটতে হয়েছে।
২০০৬ সালে বাংলা চ্যানেল ঘোষণা হবার পর এই প্রথম কোনো বাংলাদেশি ডাবল ক্রস সমাপ্ত করতে পারলো। সাঁতারুদের জন্য আজকের বিশেষ দিনটা দেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ইউএইচ/
Leave a reply