ইইউসহ ১২টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা বাংলাদেশের

|

ইইউসহ ১২টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা বাংলাদেশের

পুরো ইউরোপ এবং আরও ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ থেকে নিষেধাজ্ঞা দিয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী ৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলেও জানানো হয়। তবে যুক্তরাজ্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ইউরোপের বাইরে ১২টি দেশ হলো- কাতার, জর্ডান, কুয়েত,বাহরাইন, লেবানন, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, পেরু, উরুগুয়ে ও দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেসব দেশ থেকে বাংলাদেশে আসার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই সেসব দেশের যাত্রীদেরও করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া চার দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর করোনার কোনো লক্ষণ থাকে তাহলে নিজ খরচে সরকার-নির্ধারিত স্থানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply