সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ১৪২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৭৬ রানেই অলআউট বাংলাদেশ। তাও আবার ৯.৩ ওভারে। যেখানে ১০ ওভারের ম্যাচে কিউই ওপেনার অ্যালেন একাই করেছে ৭১ রান। সেখানে ওরা ১১ জন মিলে করেছে মাত্র ৭৬। টাইগারদের এই স্কোর দেখলেই বোঝাযায় কতটা দুর্বল দল বাংলাদেশ। ম্যাচ হেরেছে ৬৫ রানে। এই সিরিজেও কিউইওয়াশ হয়েছে বাংলাদেশ।
তারপরও ম্যাচ শেষে কিছূ না কিছু তো বলতে হবে অধিনায়কের। সেই কারণের হয়তো হারের দায় চাপিয়ে দিলেন ফিল্ডিং ও ব্যাটিংয়ের উপর। তিনি বললেন, ব্যাটিং ও ফিল্ডিংয়ে আমরা ভালো করতে পারছি না। এটার মাশুলই গুনতে হয়েছে। আসলে উপমহাদেশের উইকেটে খেলে আমরা অভ্যস্ত। কিন্তু একইসঙ্গে এটাও জানতে হবে বাউন্সি উইকেটে কীভাবে খেলতে হয়। আমরা শিখছি। শিখছি এখানকার উইকেট ও কন্ডিশনে কীভাবে খেলতে হয়। আশা করি পরেরবার ভালো করব।’
অকল্যান্ডে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে ফিন ও গাপটিল ঝড়ে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ৯.৩ ওভারে ৭৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। অর্থাৎ ৬৫ রানে জিতে ৩-০তে সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা।
Leave a reply