বিশ্বজুড়ে ১৩ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। গেল ২৪ ঘণ্টায় ৬ লাখ ৮৪ হাজার মানুষের দেহে মিলেছে এই ভাইরাস।
২৪ ঘন্টায় ১১ হাজারের বেশি মানুষ মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। তবে, দৈনিক মৃত্যু আর সংক্রমণে এখনো শীর্ষে ব্রাজিল। সাড়ে ৩ হাজারের মতো মৃত্যুতে লাতিন দেশটির মোট প্রাণহানি তিন লাখ ২৫ হাজার ছাড়ালো। বৃহস্পতিবারও, শনাক্ত হয় ৯০ হাজার সংক্রমণ।
দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৯৫৫ জনের মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে ৫ লাখ ৬৬ হাজার ছাড়ালো প্রাণহানি। এদিন, করোনায় ৬২১ জনের মৃত্যু রেকর্ড করেছে পোল্যান্ড। এছাড়া, ইতালি ও মেক্সিকোয় সংখ্যাটি পাঁচ শতাধিক।
ভারতে ৪৫৮ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমণ শনাক্ত হয়েছে ৮২ হাজার। বিশ্বজুড়ে ২৮ লাখ ৩৯ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস।
Leave a reply