মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সহিংসতায় প্রান গেছে অন্তত ৪৩ শিশুর

|

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে অন্তত ৪৩ শিশুর প্রাণ গেছে সহিংসতায়। বৃহস্পতিবার, মানবাধিকার সংগঠন ‘সেভ দ্য চিলড্রেন’ নিশ্চিত করে এ তথ্য।

সংস্থাটি জানায়, দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে মিয়ানমারবাসী। জান্তা আগ্রাসনের শিকার সর্বকনিষ্ঠ শিশুটির বয়স ৬ বছর। বিবৃতিতে জানানো হয়, মেয়েটির বাবা ছিলো সেনাদের মূল টার্গেট।

কিন্তু, সাঁড়াশি অভিযান চলাকালে বাবার কোলেই ছিলো খিন মিও চিত। যারকারণে, গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিশুটি। দেশটিতে কর্মরত পর্যবেক্ষক সংস্থা- AAPP’র তথ্য অনুসারে, এখন পর্যন্ত সেনা বর্বরতায় প্রাণ গেছে ৫৩৬ জনের। বন্দি তিন হাজারের বেশি মানুষ।

এদিকে, জাতীয় তথ্য গোপনীয়তা বিধিমালা লঙ্ঘনের দায়ে নতুনভাবে অং সান সু চি’র ওপর মামলা দায়ের করেছে সেনাবাহিনী। ফেব্রুয়ারির ১ তারিখ অভ্যুত্থানের সময়ই গৃহবন্দি হন সাবেক রাষ্ট্রীয় উপদেষ্টা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply