করোনা মহামারির মধ্যেও রমজান মাসে সংযম পালন নিরাপদ

|

করোনা মহামারির মধ্যেও রমজান মাসে সংযম পালন নিরাপদ। বৃহস্পতিবার, গবেষণা সংস্থা ‘জার্নাল অব গ্লোবাল হেলথ’ এ প্রতিবেদন প্রকাশ করে।

ব্রিটিশ সংস্থাটি জানায়, ২০২০ সালের ২৩ এপ্রিল শুরু হওয়া সংযমের মাস পর্যবেক্ষণ করেই তারা দিয়েছেন এ প্রতিবেদন। যাতে স্পষ্ট রোজা রাখার সাথে কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে মৃত্যুহার বৃদ্ধির কোন সংযোগ নেই। গেলো বছর, ঠিক রমজানের আগ-মুহুর্তে মহামারির প্রথম ধাক্কাটি আসে।

দেশজুড়ে লকডাউনের কারণে, বন্ধ হয় মসজিদে জামাতে নামাজ আদায় এবং ধূমধামের সাথে ঈদ পালন। গবেষকরা জানান, ইংল্যান্ডের মুসলিমরা বসবাস করেন, এমন এলাকাগুলোতে বেশি ছিলো মৃত্যুহার। কিন্তু, সংযমের মাস শুরুর পরই সেটি কমতে থাকে। ব্রিটেনে ৩০ লাখের বেশি মুসলিম; যা মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply