বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি ও রাইড শেয়ারিং অ্যাপস বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী)।
শুক্রবার বিকালে রাজধানীর মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ডে এক মানববন্ধন থেকে এই দাবি করা হয়। বক্তারা বলেন, অফিস আদালত চালু রেখে বাসে যাত্রী কমানো ও ভাড়া বৃদ্ধি যৌক্তিক নয়।
তারা বলেন, সরকার ভোটে নির্বাচিত না বলেই দায়সারাভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আসন্ন রমজানের আগেই পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে সরকারে উদাসীনতার নিন্দা জানান তারা।
এসময় তারা দাবি করেন, করোনার কারণে জীবিকা হারানো লোকজনের পাশে না দাঁড়িয়ে বাস ভাড়া বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। কোরোনা মোকাবেলার নামে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির নামে লুটতরাজ করেছে বলে অভিযোগ করা হয় প্রতিবাদ কর্মসূচি থেকে। অবিলম্বে বাস ভাড়া না কমালে কঠোর আন্দোলনের হুশিয়ার দেয় বাসদ মার্কসবাদী। একইসাথে আগামী রোববার সকালে মিরপুর-১ নম্বরে যাত্রীদের পক্ষে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় বাসদ মার্কসবাদী।
Leave a reply