ছয় মাসে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ দেখলো ভারত। সেপ্টেম্বরের পর, বৃহস্পতিবারই ৮২ হাজার মানুষের দেহে শনাক্ত হলো করোনাভাইরাস। এর ৮৫ শতাংশই মাত্র ৮ রাজ্যে।
একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছেন ৪৬৯ জন। মহামারির একবছরে দৈনিক রেকর্ড ৮ হাজার ৬৪৬ সংক্রমণ শনাক্ত হলো মুম্বাইয়ে। ২৪ ঘণ্টায় ভারতের বাণিজ্যিক রাজধানীতে মৃত্যুবরণ করেন ১৮ জন।
সর্বগ্রাসী বিস্তাররোধে নানামুখী পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবার থেকে রাজ্যটিতে আরটি-পিসিআর নমুনা পরীক্ষা হাজার থেকে ৫০০ রুপি করা হয়েছে।
রাজ্যটিতে মহামারি মোকাবেলায় গঠিত টাস্ক ফোর্সের পরিচালক ডাক্তার সঞ্জয় ওক জানিয়েছেন, একজন করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকে আরও ৪০০ মানুষের মধ্যে ছড়াতে পারে সংক্রমণ।
Leave a reply