মিয়ানমারে আবারও ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দিয়েছে সামরিক জান্তা। অনির্দিষ্টকালের জন্য ওয়্যারলেস সার্ভিস বন্ধ থাকবে বলে নির্দেশ দেয়া হয়েছে।
দেশটিতে ২০ দিন ধরেই বন্ধ মোবাইল ডেটা ব্যবহারের সুযোগ। সামরিক বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে শনিবারও মিয়ানমারের বিভিন্ন শহরে ছোট ছোট মিছিল নিয়ে বিক্ষোভ করছে মানুষ। সকালেই মোনিওয়া শহরে পুলিশের গুলিতে নিহত হয়েছে দু’জন। এদের একজনকে ঠিক মাথা বরাবর গুলি করা হয়। এই নিয়ে দেশটিতে সেনাশাসন বিরোধী আন্দোলনে প্রাণহানি সাড়ে ৫শ’ ছাড়ালো। আটক ৩ হাজারের কাছাকাছি।
Leave a reply