নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস সাঁতারে নিজের প্রথম ইভেন্টেই রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২০১৯ সালে নিজের গড়া ২ মিনিট ১৬.১৩ সেকেন্ডের রেকর্ড ভেঙ্গেছেন অন্যতম দেশসেরা এ সাঁতারু। এ জন্য তার সময় লেগেছে ২ মিনিট ১৬.১২ সেকেন্ড।
রেকর্ডের পর জুয়েল আহমেদ বলেছেন, আমার কাছে রেকর্ডের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সোনার পদক। শুরুটা ভাল হয়েছে। আশাকরি, বাকি ইভেন্টগুলোতে ভাল করবো। কুষ্টিয়া থেকে উঠে আসা এ সাঁতারু আরও বলেন, বঙ্গবন্ধুর নামে আয়োজিত হচ্ছে এ গেমস। বিশেষ এ আয়োজনে নিজের প্রথম ইভেন্টে রেকর্ড গড়তে পারাটা ছিল তৃপ্তির।
রেকর্ড গড়ার পরও নিজের টাইমিংয়ে অবশ্য পুরোপুরি সন্তুষ্ট নন জুয়েল আহমেদ। বলেন, করোনা পরিস্থিতির কারণে ভালো প্রস্তুতি নিতে পারেননি তিনি। যার কারণে টাইমিং যতটা ভালো হবার কথা ছিলো ততটা ভালো হয়নি।
Leave a reply