জর্ডানের বাদশাহর সৎভাই প্রিন্স হামজা ‘গৃহবন্দি’

|

জর্ডানের বাদশাহর সৎভাই প্রিন্স হামজা ‘গৃহবন্দি’

গৃহবন্দী করা হয়েছে জর্ডানের প্রিন্স হামজা বিন হুসেইনকে। এক ভিডিওবার্তায় নিজেই এ দাবি করেছেন বাদশাহ আব্দুল্লাহর সৎ ভাই সাবেক এ ক্রাউন প্রিন্স।

প্রশাসনের দুর্নীতি নিয়ে সমালোচনার দায়ে এ পরিণতি বলে জানান তার আইনজীবী। তবে বিষয়টি অস্বীকার করে বিবৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হয়, এমন কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে প্রিন্সকে। রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে তদন্তের অংশ হিসেবে গোয়েন্দারা তার বাড়িতে গিয়েছেন বলেও জানানো হয়।

সম্প্রতি বাদশাহ আব্দুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করে তোলার চক্রান্ত চলছে এমন তথ্যের ভিত্তিতে বড় আকারে তদন্ত শুরু হয় জর্ডানে। এই ইস্যুতে রাজপরিবারের সদস্য ও সাবেক এক মন্ত্রীসহ অন্তত ২০ জনকে আটকও করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply