যুক্তরাষ্ট্রের টেক্সাসে একই পরিবারের ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার রাতে তাদের মরদেহ উদ্ধার করেছে অ্যালেন পুলিশ।
নিহতরা হলেন, ১৯ বছর বয়সী যমজ ভাই ফারহান ও ফারবিন তৌহিদ, বড় ভাই তানভির, বাবা-মা ইরেন ও তৌহিদুল ইসলাম ও তাদের নানি।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পরিবারের ছয় সদস্যের মধ্যে দুই ভাই অন্য চার সদস্যকে হত্যা করেন এবং তারপর নিজেরা আত্মহত্যা করেন।
পারিবারিক সূত্র ধরে স্থানীয় পুলিশ জানায়, এ ঘটনার জন্য দায়ী পরিবারের সর্বকনিষ্ঠ দুই ভাই। পরিবারের বাকিদের মেরে ফেলার পর আত্মহত্যা করে ফারহান ও ফারবিন। দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তারা। ঘটনার আগে ইনস্টাগ্রামে দীর্ঘ সুইসাইড নোট পোস্ট করেছে ফারহান। নবম শ্রেণি থেকে হতাশা আর বিষণ্নতার বিরুদ্ধে লড়াই করছে বলে জানায় সে।
ইউএইচ/
Leave a reply