বেশিরভাগ হাটবাজারে স্বাস্থ্যবিধি মানছেন ক্রেতা-বিক্রেতারা

|

করোনার সংক্রমণ প্রতিরোধে রাজধানীর বেশিরভাগ হাটবাজার ও উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মানছেন ক্রেতা ও বিক্রেতারা।

বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজার গিয়ে এমনই দৃশ্য দেখা যায়। কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে চললেও বেশিভাগ মানুষই তা মানছেন না। এছাড়াও বিধিনিষেধ মানতে মানুষকে বাধ্য করতে প্রশাসনের পক্ষ থেকেও তেমন জোরালো তৎপরতা দেখা যায়নি। ফলে সবকিছুতেই এক ধরনের শিথিলতা দেখা যাচ্ছে মানুষের মধ্যে। এতে করোনার সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, করোনার সংক্রমণ প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন দিলেও বাস্তবে দেখা মিলছে তার উল্টো চিত্র।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply