পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছে। কোচবিহারে তৃণমূল-বিজেপির সংঘর্ষের পর অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সহিংসতার জন্য একে অপরকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। শনিবার সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই উত্তেজনা চলছিলো কোচবিহারের শীতলকুচিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলিও চালায় নিরাপত্তা বাহিনী।
আজ চতুর্থ ধাপে ৫ জেলার ৪৪ আসনে চলছে ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় ভোটাভুটি। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। ৩৭৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১ কোটি ১৫ লাখের বেশি ভোটার।
এই ধাপে লড়াইয়ের মাঠে আছেন বেশ কয়েকজন হাইপ্রোফাইল প্রার্থী। ইউনিয়ন মন্ত্রী বাবুল সুপ্রিয়’সহ রাজ্যের আরও দুই মন্ত্রী পার্থ চ্যাটার্জি ও অরুপ বিশ্বাসের দিকেই নজর সবার। ভোটগ্রহণকে কেন্দ্র করে আলিপুরদুয়ার, কোচবিহার, হাওড়া, হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগণায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আট ধাপের ভোট শেষে ২ মে জানা যাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল।
Leave a reply