মিয়ানমারের বাগো শহরে জান্তা আগ্রাসনে একদিনেই প্রাণ হারালো ৮০’র বেশি বিক্ষোভকারী। পর্যবেক্ষক সংস্থা- এএপিপি (AAPP) নিশ্চিত করেছে এ তথ্য।
জানায়, শনিবার সেনা বিরোধী আন্দোলনে নামেন কয়েকশ’ মানুষ। তাদের প্রতিহত করতে ভারি অস্ত্র ব্যবহার করে সেনাবাহিনী ছুঁড়তে থাকে এলোপাতাড়ি গুলি। মহাসড়কে পরে থাকা লাশ সামরিক ট্রাকে অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলা হয়।
এএপিপি’র (AAPP) বক্তব্য, এ কারণে প্রকৃত প্রাণহানির সংখ্যা নিরূপণ করা যাচ্ছে না। সেটি আরও বেশি হতে পারে। সেনা নিপীড়ন থেকে বাঁচতে বহু মানুষ পালাচ্ছেন অন্যান্য শহরগুলোয়।
ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর, এখন পর্যন্ত জান্তা আগ্রাসন এবং সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৭শ’র বেশি মানুষ। বন্দি আছেন প্রেসিডেন্ট ও রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি’সহ প্রায় ৩ হাজার জন।
Leave a reply