পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে সহিংসতায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় কোচবিহারে ৭২ ঘণ্টা পর্যন্ত নিষিদ্ধ করা হলো রাজনৈতিক নেতাদের প্রচারণা-প্রবেশ। শনিবার রাতে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
নিষেধাজ্ঞার তালিকায় রাজ্য নেতা-কর্মীদের পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় রাজনীতিকরাও। বদলে দেয়া হয়েছে নির্বাচনী প্রচারের নীতিমালাও। পঞ্চমদফা ভোটের আগে ৪৮ নয় বরং ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে গণসংযোগ।
শনিবার চতুর্থ ধাপে ৫ জেলার ৪৪ আসনে হয় ভোট। সকালেই শীতলকুচি এলাকায় দু’পক্ষের সহিংসতায় একজন প্রাণ হারান। পরে দিনভর এলাকাটিতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে চলছে তুমুল বাগবিতণ্ডা।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, কুচবিহারে নেতাকর্মীদের প্রবেশাধিকার ঠেকিয়ে মূলত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকেই রক্ষা করছে মোদি প্রশাসন।
Leave a reply