কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১২ এপ্রিল) বিকেল তিনটার দিকে বালুখালি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় একটি মাদ্রাসা এবং ১০ টি ঝুপড়ি ঘর পুড়ে যায়। তবে আগুন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ইমদাদুল হক সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মাদ্রাসা ও কয়েকটি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কেও জানা যায়নি।
উল্লেখ্য গত ২২ শে মার্চ উখিয়ার বালুখালী ৯নং সহ ৪ টি শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জন রোহিঙ্গা নারী পুরুষ মারা যায় । এতে ১০হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
Leave a reply