বগুড়া ব্যুরো:
বগুড়ার শিবগঞ্জে একটি বন্ধ সিনেমা হল থেকে কর ফাঁকির অভিযোগে বিপুল পরিমাণ সিগারেট এবং সিগারেটের নকল লেবেল জব্দ করেছে র্যাব-১২।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে র্যাব সদস্যরা ৩২ হাজার প্যাকেট সেনর গোল্ড সিগারেট এবং ৩৭ হাজার লেবেল জব্দ করে এই সিনেমা হল থেকে।
র্যাব-১২’র বগুড়া স্পেশাল কোম্পানির কমান্ডার স্বজল কুমার সরকার জানান, এসএম টোব্যাকো নামের একটি প্রতিষ্ঠান শিবগঞ্জ পৌর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিনেমা হলে কর ফাঁকি দিয়ে সিগারেট তৈরি করছে- এমন খবরে দুপুরে সেখানে অভিযান শুরু করেন তারা।
বিকেল ৫টা পর্যন্ত অভিযানে চালিয়ে সেখান থেকে জব্দ করা হয়ে ১২ লাখ টাকা মূল্যের সিগারেট ও তার প্যাকেটের নকল লেবেল। অভিযানে শেষে জিজ্ঞাসাবাদের জন্য এসএম টোব্যাকোর ভ্যাট সহকারী মিঠু চন্দ্র মোহন্তসহ ৬ কর্মচারীকে হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
Leave a reply