চীনা কোম্পানির অংশীদারিত্বের খবরে চাঙ্গা পুঁজিবাজার

|

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চীনের দুটি স্টক এক্সচেঞ্জের অংশীদার হওয়ার খবরে চাঙ্গা হয়ে উঠেছে পুঁজিবাজার। বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতির ফলে কয়েক দিন মন্দার পর রোববার সপ্তাহের প্রথম দিন দুই বাজারেই মূল্যসূচক বেড়েছে পাল্লা দিয়ে, বেড়েছে লেনদেনও।

প্রধান বাজার ডিএসইতে সূচক বেড়েছে ১২৮ পয়েন্ট বা ২ দশমিক ১৫ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪০০ পয়েন্টের মতো।

বাজার আরও ভালোর দিকে যাবে এমটাই আশা ডিএসই পরিচালকদের। তারা বলছেন, বাংলাদেশের পুঁজিবাজার আন্তর্জাতিক মানের একটি শক্তিশালী বাজারে পরিণত হবে এমন আভাসই বিনিয়োগকারীদের বাজারমুখি করে তুলেছে।

তিন মাস আগে কৌশলগত অংশীদার পেতে ডিএসই দরপত্র আহ্বান করলে, তাতে সাড়া দেয় চীনের স্টক এক্সচেঞ্জ সাংহাই ও শেনজেনের যৌথ কনসোর্টিয়াম। ২২ টাকা দরে ঢাকা স্টক এক্সচেঞ্জের ২৫ ভাগ শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে তারা। পাশাপাশি, কারিগরি উন্নয়নে আরো ৩শ কোটি টাকা বিনিয়োগে আগ্রহী চীনারা। একই উদ্দেশ্যে আবেদন করে ভারতের এনএসই, যুক্তরাষ্ট্রের নাসডাক ও তুরস্ক স্টক এক্সচেঞ্জ। কিন্তু কম দাম প্রস্তাব করায় তাতে সাড়া দেয়নি ডিএসই।

শনিবার এ বিষয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশনসহ আরও কয়েকটি গণমাধ্যম।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply