২৬, ২৭ ও ২৮ মার্চে হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩৯ হেফাজতকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সহিংসতার স্থির চিত্র ও ভিডিও ফুটেজ থেকে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। সহিংসতার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় ৪৫টি, আশুগঞ্জ থানায় ৩টি, সরাইল থানায় ২টি, রেলওয়ে থানায় ১টি সহ মোট ৫১টি মামলা হয়েছে। এ পর্যন্ত এসব মামলায় আটক হয়েছে ১৯১ জন।
Leave a reply