ভারতের হরিদ্বারে কুম্ভমেলায় অংশগ্রহণকারীদের মধ্যে হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এদের মধ্যে নয় পুরোহিতও রয়েছেন।
প্রায় দু’মাসব্যাপী ধর্মীয় উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। উৎসবকে কেন্দ্র করে কেবল মঙ্গলবারেই গঙ্গাস্নানে অংশ নেন প্রায় ৩০ লাখ ভক্ত। মেলায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন করতে হিমশিম খাচ্ছে পুলিশ। জরিমাণাও করা হয়েছে বহু ভক্তকে।
মহামারির মধ্যে কুম্ভমেলার অনুমোদন দেয়ায় সরকারের সমালোচনা চলছে শুরু থেকেই।
মঙ্গলবার ভারতে রেকর্ড ১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
Leave a reply