আরেক দফা বিস্ফোরণ হলো সেন্ট ভিনসেন্টের আগ্নেয়গিরিতে

|

আরেক দফা বিস্ফোরণ হলো সেন্ট ভিনসেন্টের আগ্নেয়গিরিতে

আরেক দফা বিস্ফোরণ হলো সেন্ট ভিনসেন্টের লা সুফিরিয়ের আগ্নেয়গিরিতে। মঙ্গলবার আবারও ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় ক্যারিবিয়ান দ্বীপটি।

রীতিমত ছাইয়ের শহরে পরিণত হয়েছে সেন্ট ভিনসেন্ট। অগ্ন্যুৎপাতের ছাইয়ের পুরু আস্তরণ ঘরবাড়ি, রাস্তাঘাটের ওপর। প্রশাসনের তরফ থেকে ছাই সরাতে নিয়োগ দেয়া হয়েছে বিপুল সংখ্যক শ্রমিক। স্থানীয়রাও যোগ দিয়েছে পরিষ্কারের কাজে।

৪২ বছর সুপ্ত থাকার পর গেলো ডিসেম্বরে সক্রিয় হয়ে ওঠে লা সুফিরিয়ের। গেলো সপ্তাহে শুরু হয় লাভা বিস্ফোরণ। প্রায় ২০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত ওঠে ধোঁয়া। ছাই ছড়িয়ে পড়ে আশপাশের ৬ কিলোমিটার এলাকা পর্যন্ত।

২০ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয় নিরাপদ আশ্রয়ে। ৮০টির বেশি সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয় তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply