নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তিন নভোচারী। এরা হলেন, রুশ নভোচারি সের্গেই রিঝিকভ ও সার্গেই কুদসিভিরার্চিকভ এবং মার্কিন কেট রুবিনস। রাশিয়ার সয়ুজ মহাকাশযানের মাধ্যমে পৃথিবীতে ফেরেন তারা।
স্থানীয় সময় বিকাল ৫টার দিকে তাদের নিয়ে কাজাখাস্থানের একটি বিস্তীর্ণ অঞ্চলে অবতরণ করে মহাকাশ যানটি। গেলো অক্টোবর থেকে তারা মহাকাশ স্টেশনে অবস্থান করছিলেন।
এদিকে, এই মিশনের মাধ্যমে রাশিয়ার মহাকাশযানে যুক্তরাষ্ট্রের নভোচারীদের মহাকাশভ্রমণের ইতি টানা হয়। ইতোমধ্যে নিজেদের নভোচারীদের মহাশূন্যে পাঠানোর সক্ষমতা ফের পুনরুজ্জীবিত করেছে যুক্তরাষ্ট্র।
Leave a reply