যে কারণে নিষিদ্ধ হতে পারে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদসহ ১২ ক্লাব

|

ইউরোপিয়ান সুপার লিগে খেললেই নিষিদ্ধ হতে পারে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ’সহ ১২ ক্লাব। নিজেদের ওয়েবসাইটে রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

রোববার বিদ্রোহী লিগ আত্মপ্রকাশের পর বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। রোববার ঘোষণা আসে সুপার লিগ আয়োজনের।

যেখানে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ছাড়াও খেলতে আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ডের বড় বড় ৬ ক্লাব। এরমধ্যেই ফ্রান্স ও জার্মানির ক্লাবগুলো প্রস্তাবটি নাকচ করেছে।

এক টুইট বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন ‘ইউরোপিয়ান সুপার লিগ’ ফুটবলের জন্য ক্ষতিকর, এর বিরুদ্ধে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেয়া উচিৎ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply