টানা দ্বিতীয় দিনের মতো করোনায় দৈনিক মৃত্যুতে বিশ্বের শীর্ষে ভারত। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৭শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। যা গেল বছরের জুনের পর সর্বোচ্চ।
এর পাশাপাশি প্রায় আড়াই লাখ মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এরমধ্যে সর্বোচ্চ মৃত্যু দেখেছে মহারাষ্ট্র। রাজ্যটিতে প্রাণ গেছে ৫ শতাধিক মানুষের। রোগী শনাক্ত হয়েছে ৬০ হাজারের বেশি। এরপরই রয়েছে ছত্তিশগড়। রাজ্যটিতে মৃত্যু হয়েছে ১৭০ জনের। আক্রান্ত প্রায় ৬০ হাজার।
অন্যদিকে ২৪ ঘণ্টায় দেড়শ’র বেশি মৃত্যু দেখেছে দিল্লি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘোষিত ৬ দিনের লকডাউন চলছে সেখানে।
ভারতে করোনায় মোট মৃত্যু ১ লাখ ৮০ হাজার। সংক্রমিত দেড় কোটির ওপর।
Leave a reply