করোনা ভ্যাকসিন উৎপাদনে সবাইকে সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বোয়াও ফোরামের সম্মেলনের প্ল্যানারি পর্বে প্রচারিত এবং পূর্বে ধারণকৃত ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সকল নাগরিক যেন ভ্যাকসিন পায় সে বিষয়ে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের করতে হবে। জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিতে হবে, যেন পৃথিবীর সকল দেশ করোনার ভ্যাকসিন উৎপাদনে সক্ষমতা অর্জন করতে পারে।
শেখ হাসিনা বলেন, এই মহামারির আর্থসামাজিক প্রভাব ব্যাপক, যা ক্রমশ প্রকাশিত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন এবং চিকিৎসা সরঞ্জাম যেন সকল দেশের নাগরিকের কাছে পৌঁছায় তার জন্য জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করতে হবে।
ইউএইচ/
Leave a reply