আবারও জাতীয় দলে ফিরছেন ডি ভিলিয়ার্স

|

আবারও দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে ফেরার আশায় বুক বেঁধেছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়িার্স। এ নিয়ে প্রোটিয়া কোচ মার্ক বাউচার এর উওরের অপেক্ষায় রয়েছেন তিনি।

২০১৮ সালে ডিভিলিয়ার্সের বয়স যখন ৩৭ বছর তখন জাতীয় দল থেকে অবসরে গিয়েছিলেন তিনি। জাতীয় দল থেকে অবসর নিলেও দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন আইপিএলসহ অন্যান্য ফ্রাঞ্চাইজি আসরে।

এই বছরেই ভারতের মাঠেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডি ভিলিয়ার্স এর মতো ফর্মের তুঙ্গে থাকা ব্যাটসম্যানকে দেখতে পারবে না তার ভক্তরা।

তবে আশার খবর শুনিয়ে ডি ভিলিয়ার্স বলছেন, জাতীয় দলে ফেরার ইচ্ছে আছে তার।সেটা নিয়ে দলের কোচ মার্ক বাউচার আর সতীর্থদের সঙ্গে কথাও বলছেন তিনি। আরও জানান জোর করে দলে ঢুকে পড়ারও কোনো ইচ্ছে নেই তার। দুই পক্ষের মধ্যে আলোচনার পর যদি মনে হয়, তাকে দরকার, তবে অবসর ভেঙে ফিরতে আপত্তি নেই ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply