মানহীন খাবার বিক্রির অভিযোগে রাজধানীতে সুপারশপ মীনা বাজারের মিরপুরের আউটলেটকে তিন লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
তিনি জানান, সুপারশপটিতে নিম্নমানের শুটকি পাওয়া গেছে। যার প্যাকেটে জীবিত পোকা ছিল। এছাড়া মোড়ক ও লাইসেন্স ছাড়া মীনা বাজারের নিজস্ব কিছু পণ্য জব্দ করা হয়েছে। একই সাথে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বিক্রি করছিল সুপারশপটি।
ইউএইচ/
Leave a reply