আগামীকাল রোববার থেকে দোকানপাট চালুর প্রস্তুতি চলছে। পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছেন কর্মচারীরা। ব্যবসায়ীরা স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট ও শপিংমল। স্বাস্থ্যবিধি পালনে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেয়া হয়েছে।
গত ১৪ এপ্রিল সর্বাত্মক লকডাউন শুরুর দিন থেকেই দোকানপাট ও শপিংমল বন্ধ ঘোষণা করা হয়। সামনে ঈদ মৌসুম। তাই দোকানপাট খুলে দেয়ার জোর দাবি ছিল ব্যবসায়ীদের। এর প্রেক্ষিতে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে।
এদিকে দোকানপাট খুললেও আগামী ২৮ এপ্রিল পর্যন্ত জারি আছে লকডাউন। এই সময়ে মুভমেন্ট পাস ছাড়া বাইরে বের হওয়ার সুযোগ নেই।
Leave a reply