মেলায় শামীম রেজার কবিতা সমগ্র

|

নব্বই দশকের গুরুত্বপূর্ণ কবি শামীম রেজা। এবার অমর একুশে গ্রন্থমেলায় বের হবে তার কবিতা সংগ্রহ। মিলবে চৈতন্য প্রকাশনীর স্টলে। দীর্ঘ ২৭ বছরের কাব্য জীবনের প্রকাশিত ৭টি বই শামীমভক্তরা এবার পাবেন একই মলাটে। দাম রাখা হয়েছে ৩৪০ টাকা।

এছাড়া ‘সংস্কৃতির কথা ‘ ও ‘তুলনামূলক সাহিত্য পাঠ’ এই দুটি সম্পাদনা বই প্রকাশিত হবে কাগজ প্রকাশন থেকে। একসময় আজকের কাগজের সাহিত্য সম্পাদক ও ফিচার এডিটর শামীম রেজা তার ১৭  বছরের দীর্ঘ সম্পাদনা ও সম্পর্কের কথা জানিয়েছেন এই বইতে। শামীম রেজার হাত ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগ কম্পারেটিভ লিটারেচার এন্ড কালচার পথ চলা শুরু হয়েছে সম্প্রতি। এই ইন্সটিটিউটের নাম রাখা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে ইনস্টিটিউট অফ কম্পারেটিভ লিটারেচার এন্ড কালচার নামে ।

ভবিষ্যতে এই কবি ও প্রাবন্ধিকের আরেকটি পরিচয় উন্মোচন করতে পারবেন পাঠকরা। সেই কথা জানিয়ে শামীম রেজা আভাস দিলেন-  “ভারতবর্ষ” নামে একটি তিনশ পৃষ্ঠার উপন্যাস গুছিয়ে আনছেন তিনি। যার এক পর্ব সমকাল পত্রিকায় ২০০৮ সালে প্রকাশ পেয়েছিল।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply