আইপিএলে আজ রাত ৮টায় সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচ দিয়ে শেষ হবে এবারের মৌসুমের চেন্নাই পর্ব।
এই মৌসুমের হয়ে যাওয়া ৯ ম্যাচের প্রথম ইনিংসে চেন্নাইয়ে গড়ে রান উঠেছে ১৫৪। দিল্লি এখন পর্যন্ত, ৪ ম্যাচের তিনটিতেই জিতেছে; তবে সমান ম্যাচে হায়দরাবাদ জয় মাত্র একটি।
নাটারাজানের ইনজুরিতে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, ভুবনেশ্বর কুমারও ফিট নন। পেস বোলিং দুর্বল হয়ে পড়েছে হায়দরাবাদ। দিল্লি অলরাউন্ডার আক্সার প্যাটেল করোনা আক্রান্ত।
Leave a reply