পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে করোনায় কর্মহীন নৌ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। রোববার বিকালে স্বাস্থ্যবিধি মেনে পটুয়াখালী নৌ-বন্দর টার্মিনালে এর আয়োজন করা হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এ খাদ্য সহায়তা বিতরণ করেন। এসময় দুই শতাধিক নৌ শ্রমিকদের মাঝে চাল, ডাল, আলু, চিনি, ছোলা বুট ও ভোজ্য তেল দেয়া হয়।
খাদ্য সহায়তা বিতরণকালে ডিসি মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন-এটা সহায়তা নয়, রাষ্ট্রের অসহায় মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার পাঠিয়েছেন। এ উপহার নিতে কোন কেউ সংকোচবোধ করবেন না। এটা রাষ্ট্রীয় সম্পদ। যাতে আপনাদের পূর্ণ অধিকার রয়েছে।
উপহার সামগ্রী বিতরণকালে অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার প্রমুখ।
Leave a reply