টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে স্বামীর অণ্ডকোষে স্ত্রীর আঘাতে স্বামী কিতাব আলী (৪০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার রাতে উপজেলার ইছাদিঘী গ্রামে।
নিহত কিতাব আলী ভাঙ্গারীর ব্যবসা করতেন। এ ঘটনায় স্ত্রী হামিদা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ বলেন, স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির পর্যায়ে তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং একজন অপরজনকে মারতে থাকে।
এক পর্যায়ে স্ত্রী হামিদা স্বামী কিতাব আলীর অণ্ডকোষে লাথি মারেন। এ সময় কিতাব আলী মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় কিতাব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সখিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবির জানান, লাশের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে। নিহত কিতাব আলীর মেয়ে লাবনী আক্তার বাদী হয়ে আজ মঙ্গলবার দুপুরে থানায় একটি হত্যা মামলা করেছে।
অভিযুক্ত স্ত্রী হামিদা আক্তারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a reply