চমেকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

|

চমেকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার(২৭ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিএমপি ক্যাফের সামনে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

সংঘর্ষে জড়ানো একটি গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং অপরটি সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।
দুপক্ষই সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে। এ সময় সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন গ্রুপের অনুসারী ইন্টার্ন চিকিৎসক রানা (৩২), হাবিব, শিমুল, শাকিলসহ আরও একজন আহত হয়েছে তবে তার নাম জানা যায়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া জানান, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের দু-গ্রুপের মধ্যে মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় ছাত্রলীগের একটি পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে বলে জানান উপ পুলিশ কমিশনার মোখলেছুর রহমান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply