রাজধানী ঢাকাসহ সিলেট, রংপুর, নেত্রকোণা, রাজশাহী, নওগাঁ, কুড়িগ্রামসহ দেশের বিভিন্নস্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। ভারতের আসাম রাজ্যের ঢেকিয়াজুলির ৯ কিলোমিটার উত্তরে এই ভূমিকম্প আঘাত হানে।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামের তেজপুর। রিখটার স্কেলে ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে সেখানে। পরে সকাল ৯টার দিকে ৪ দশমিক ৯ মাত্রার একটি আফটার শক অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিলো ভূমিকম্পের এপিসেন্টার। আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৯৬ কিলোমিটার উত্তর পূর্বে ভূমিকম্পের উৎপত্তি। তবে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি।
বাংলাদেশ ও ভারত ছাড়াও মিয়ানমার, ভুটান ও চীনের বিভিন্ন স্থানেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
Leave a reply