শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আসাম। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) রিখটার স্কেলে ৬ মাত্রার কথা বললেও ভারতের স্থানীয় সংস্থা বলছে, আসামে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪।
আসামের তেজপুর থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৩৪ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৫১ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় শোনিতপুরে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হয় কম্পন। কোনো হতাহতের খবর না মিললেও আসাম ও গোয়াহাটিতে বেশ কিছু ভবনে ফাটল ও ক্ষয়ক্ষতি হয়।
Leave a reply